UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় মাদক মামলায় দুই আসামির ১০ বছরের জেল

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় মাদক মামলায় দোষি সাব্যস্থ করে দুই আসামিকে ১০ বছর সশ্রম কারাদকারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত দুই আসামী আদালতে হাজির ছিলেন।
দÐপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জের দুর্গাপুর এলাকার বাসিন্দা আবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর হোসেন (২৩) এবং সাতক্ষীরা রামানপুর এলাকার আব্দুল আজিজের পুত্র ফয়সাল ওরফে সাগর (২৭)। আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি এড. কাজী সাব্বির আহমেদ জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠের উত্তর পাশে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৮০ বোতল ফেন্সিডিল(৮লিটার) উদ্ধার করা হয়। এ ঘটনায় এএস আই মিকাঈল হোসেন বাদী হয়ে দুই আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং-৮। একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এস আই শিহাব উদ্দিন অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১৫ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

 

(ঊষার আলো-আরএম)