UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শিশুকন্যা হত্যায় সৎমায়ের ফাঁসির আদেশ

koushikkln
নভেম্বর ১৫, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার তেরখাদা উপ‌জেলার অাড়কা‌ন্দি গ্রা‌মের শিশু কণ‌্যা তানিশা খাতুন (৫)‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে ফাঁ‌সির রায় দি‌য়ে‌ছেন অাদালত। খুলনার জেলা ও দায়রা জজ (‌সি‌নিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী সোমবার (১৫ নভেম্বর) এ রায় ঘোষনা ক‌রেন।

রায় ঘোষণাকা‌লে দন্ডপ্রাপ্ত আসামী উপ‌স্থিত ছি‌লেন। সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত‌্যার শিকার শিশু তা‌নিশা ‌তেরখাদার অাড়কা‌ন্দি গ্রা‌মের মোঃ খাজা শেখের কণ‌্যা।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, তেরখাদার অাড়কা‌ন্দি গ্রা‌মের আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ খাজা শেখের দিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সা‌থে পু‌র্বের স্ত্রীর সন্তান শিশু তা‌নিশা থাক‌তো । স্বামীর সা‌থে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছ‌রের গত ৬ এ‌প্রিল রা‌তে শিশু তা‌নিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন। তা‌নিশার বাবা এসময় পোষ্টিং বান্দরবনে ছি‌লেন।

এঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা আবুল বাশার বাদী হয়ে মামলা দা‌য়ের করেন। হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেয়। তদন্ত কর্মকর্তা এসআই শ‌রিফুল ইসলাম ৩১‌মে অাদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। আদালতে মোট ২২ জন স্বাক্ষী স্বাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন, জেলা পি‌পি শেখ এনামুল হক।