UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় মাহাবুর মোড়লের মৃত্যুদণ্ড

koushikkln
জুলাই ৫, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় স্ত্রী ও এক বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে আদালত স্বামী মাহাবুবুর মোড়লকে মৃত্যুদ- দিয়েছেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি পলাতক ছিলেন।দ-প্রাপ্ত আসামি মাহবুবুর মোড়ল ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সিরাজ মোড়লের ছেলে।

আদালতের পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক জানান, হত্যা ঘটনার তিন বছর আগে মাহবুবুর মোড়লের সঙ্গে রেশমা বেগমের বিয়ে হয়। পরবর্তীতে তাদের মধ্যে কহল দেখা দেয়। ২০১৫ সালের ৩১ আগস্ট সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে মাহবুবুর মোড়ল স্ত্রী রেশমাকে বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বললে সে সেখানে যেতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুবুর মোড়ল স্ত্রী রেশমা বেগম ও তার এক বছরের শিশু মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে মাহবুবুরের পিতা সিরাজ মোড়ল নিহত গৃহবধূ রেশমার পিতাকে হত্যাকা-ের ঘটনাটি জানান।  হত্যাকা-ের একদিন পর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার ওসি মঞ্জুরুল আলম নিহতের স্বামী মাহবুবুর মোড়লকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।