UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

usharalodesk
মার্চ ৭, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন। আজ (রবিবার) ভোররাতে লবণচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়। তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিন এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আকশ্মিক এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।