উষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে দু’সপ্তাহব্যাপী ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনা প্রতিরোধক টিকা প্রয়োগের কাজ শুরু হবে। প্রথম দিন চারটি স্কুলে প্রায় দু’হাজার শিশুকে টিকা দেয়ার টার্গেট ধরা হয়েছে। ২৭ আগস্ট উদ্বোধনের পর ২৮ আগস্ট একযোগে পুরো নগরীতে চলবে এ টিকা দেয়ার কার্যক্রম। শিক্ষার্থীকে ভয়হীন পরিবেশে টিকা দেয়ার জন্য সাহায্যকারী হিসেবে শিক্ষকরা দায়িত্বে থাকবেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার বলেন, ২৫ আগস্ট থেকে খুলনা মহানগরী এলাকায় শিশুদের করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এ জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অভিভাবকগণ ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্ম সনদপত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টাল অথবা এ্যাপসের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। সে মতে টিকা দেয়া হবে। প্রথম দিন নগরীর চারটি স্কুলের শিশুদের টিকা দেয়া হবে।
দৌলতপুর শশিভূষণ বিদ্যানিকেতন ও শশিভূষণ শিশু নিকেতন, এখানে টার্গেটকৃত শিশুর সংখ্যা ৩৮২ জন।
খালিশপুর উত্তরকাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে টার্গেটকৃত শিশুর সংখ্যা ৩৬৩জন। শেখপাড়া শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় (আগাখান), এখানে টার্গেটকৃত শিশুর সংখ্যা এক হাজার। পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , এখানে টার্গেটকৃত শিশুর সংখ্যা ১২২ জন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। তবে কেন্দ্রে শিশু থাকা পর্যন্ত টিকা দেয়া হবে। এ কার্যক্রম চলবে দু’সপ্তাহ ব্যাপী। প্রতিটি স্কুলে দু’ সদস্যের একটি টিম থাকবে। তারা দু’জনই টিকা প্রয়োগকারী। তবে শিশুদের ভয়হীন পরিবেশে টিকা দেয়ার জন্য সহযোগিতায় থাকবে স্ব স্ব স্কুলের শিক্ষকরা।
আগামী ২৭ আগস্ট সকাল ৯টায় খালিশপুর কলেজিয়েট স্কুলে টিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিটি মেয়র তালুকদার আঃ খালেক। পরের দিন ২৮ আগস্ট নগরীর ৩১টি ওয়ার্ডে এক সাথে টিকা কার্যক্রম শুরু হবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান।