UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা চেম্বারের উদ্যোগে দুই হাসপাতালে হাইফ্লো ন্যাজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

koushikkln
জুলাই ২৩, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনার দুইটি হাসপাতালে হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগিতায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সাবেক মেয়র কাজী আমিনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিব উদ্দীনের নিকট বিভাগীয় পুলিশ হাসপাতালের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জন্য তিনটি অত্যাধুনিক হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা প্রদান করেন।

বৃহস্পতিবার (২২জুলাই) বেলা ১২টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত পাতালের এ্যসিন্ট্যান্ট প্রফেসর ডাঃ লিপিকা রায়ের (আইসিইউ এন্ড এনেসথেসিয়া) নিকট তিনটি অত্যাধুনিক হাইফ্লো নজেল ক্যানোলা এবং দুপুর ১টায় বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালে দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক ও এফবিসিসিআইয়ের জিবি সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল, পরিচালক খান মোঃ সাইফুল ইসলাম, ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ করোনা ইউনিটের প্রধান ডাক্তার শৈলেন্দ্রনাথ, কে এমপির ডিসি খুলনা সদর শাহ এহসানুল হক, হাসপাতালের ও পুলিশ প্রশাসনের ডাক্তার, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক করোনার এই মহামারী সময়ে হাইফ্লো ন্যাজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার খুলনার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমিয়ে আনতে পারলে আমরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য শিল্প কলকারখানা চালু রাখতে পারব। তাই সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।