ঊষার আলো রিপোর্ট : জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার পাইকগাছা উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহনসহ নেতৃবৃন্দের নিকট ফুলের স্তবক প্রদান করে শুভেচ্ছা জানান পাইকগাছা উপজেলার নবনির্বাচিত সভাপতি মোঃ শাহাজাহান কবীর, সাধারণ সম্পাদক মোঃ গফফার মোড়ল, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, পৌরসভার সভাপতি মোঃ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি রথীন্দ্র নাথ মণ্ডল, ১নং হরিঢালী ইউনিয়ন সভাপতি শেখ শাহানুজ্জামান শানু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মান্না দে, আশরাফুজ্জামান টুটুল, ভবেন্দ্র নাথ সানা, মোঃ মঈনুল গাজী প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)