UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ড্যাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ২০২৪ উপলক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২২ ডিসেম্বর) রাতে নগরীর বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব খুলনা জেলার সভাপতি ডা: মো: রফিকুল হক বাবলুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর যুগ্ম আহবায়ক বদরুল আনাম এবং খুলনা মহানগর ড্যাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক বিপিএমপিএ ডা: মোস্তফা কামাল।

ডা: স ম গোলাম আজম এর সঞ্চালনে আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা: আবু শাহীন, ডা: হুমায়রা মুসলীমা বাবলী, ডা: গোলাম রাব্বানী প্রিন্স, ডা: মো: মিজানুল হক, ডা: মেহেরুল্লা, ডা: মনিরুজ্জামান, ডা: এনামুল করিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ড্যাব এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: এস এম আকরামুজ্জামান। আলোচনা শেষে গণঅভুত্থানের আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন কেউ ধর্ম বর্ণ কোনোকিছুর দিকে তাকায়নি, তাঁর ঘোষণার সাথে ঐক্যমত পোষণ করে একটি স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে তিনি যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা আজও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। স্বাধীনতার পর, যখন দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল সাহসী নেতৃত্বের উপর, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান পদে নিঃস্বার্থভাবে কাজ করে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বের সেই সময়ের নিঃস্বার্থ ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রাণিত করে, যেন তিনি ছিলেন আমাদের আশার আলো-যার সাহস ও নেতৃত্বের কথা জাতির ইতিহাসে চিরকাল অমলিন থাকবে।

ঊ/আ-এইচআর