UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার

pial
অক্টোবর ২৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কেএমপি’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি সচল পিস্তল, ২টি ম্যাগজিন এবং ০১টি গুলির কার্তুজসহ একজন গ্রেফতার হয়েছে।

গত ২৮ অক্টোবর ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযান চালিয়ে খুলনা থানাধীন হোল্ডিং নং-২৪/৮, পশ্চিম টুটপাড়া মওলার বাড়ী মোড় এলাকায় হতে ০১টি সচল পিস্তল (যার একটির গায়ে ইংরেজিতে MADE IN U.P 7.65) ও ০২টি ম্যাগজিন এবং ০১টি গুলির কার্তুজসহ ১) খুলনার ২৪ নুর মসজিদ রোড পশ্চিম টুটপাড়া এলাকার মোঃ নাহিদ হাসান সরদারকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)