UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা নগরীতে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের দাবি

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা নগরীর যানজট নিরসন, সড়কে যান চলচলে শৃঙ্খলা বজায় রাখতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের দাবিতে খুলনা নাগরিক সমাজ, খুলনার উদ্যোগে এক সংবাদ সম্মেলন শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন (পশ্চিম দিকে) ৫০/৩ হাজী মেহের আলী রোডস্থ সংগঠনের সদস্য সচিবের চেম্বারে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী খুলনায় বর্তমানে প্রায় ১৫ লক্ষ লোকের বসবাস। এখানে জনসংখ্যা ও যানবাহনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ক্রমবর্ধমান হারে। অথচ প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের এ যুগে এ শহরে আধুনিক ট্রাফিক ব্যবস্থার কোনো ছোঁয়া লাগেনি। ২০০২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নগরীতে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হলেও তা আলোর মুখ দেখাতে পারেনি নগরবাসীকে। বলা চলে, শুরু থেকেই সিস্টেমটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করলেও তা এগোয়নি। দীর্ঘ এ সময় ধরেই সেগুলো অচলাবস্থায় আছে। ট্রাফিক পুলিশের হাতের ইশারাই খুলনা মহানগরীর একমাত্র ট্রাফিক ব্যবস্থা। এ বিষয়ে চালক এবং জনসাধারণও অনেকটা অসচেতন ও উদাসীন। সার্বিক পরিস্থিতিতে সড়কে যানজট, দুর্ঘটনা, বিশৃঙ্খলা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এখন সময়ের দাবি।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা নেতা দেলোয়ার উদ্দিন দিলু, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, অ্যাড. আ ফ ম মোস্তাকুজ্জামান মুক্তা প্রমুখ।