UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খানের স্ত্রীর মৃত্যুতে শোক

koushikkln
জুন ২২, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল এর নির্বাহী সম্পাদক আহমদ আলী খানের স্ত্রী আলেয়া আহমেদ খান (৫৯) বুধবার (২২ জুন) দুপুর ১টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার এক পুত্র সাদ আহমেদ খান ও কন্যা শান্তা।

খবর পেয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সহ-সভাপতি মো. মুন্সী মাহাবুব আলম সোহাগ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহকারী সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন হাসপাতালে যান। এ সময় তারা সাবেক সভাপতি আহমদ আলী খানের ছেলে ও খুলনা প্রেসক্লাবের সদস্য সাদ আহমেদ খানকে সান্তনা দেন।

বুধবার এশা বাদ ইকবাল নগর মসজিদ চত্বরে মরহুমার জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আহমদ আলী খানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।