তথ্য বিবরণী : করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ জুলাই) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে পৌরসভার এক হাজার বিভিন্ন দোকান কর্মচারী, চা-বিক্রেতাসহ অন্যান্য পেশাজীবীদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন আজ (সোমবার) একশত উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৮৩ হাজার টাকা, দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার উপকারভোগীদের মাঝে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।