ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টি খুলনা মহানগরের এম আব্দুল্লাহ আল মামুন সদস্য সচিব মনোনীত হওয়ায় তাঁকে বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দৌলতপুর থানা জাতীয় পার্টির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টির খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর থানা আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় সদস্য ইসমাইল খান টিপু। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পার্টি দৌলতপুর থানা ও জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ এম আব্দুল্লাহ আল মামুনকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑদৌলতপুর থানা জাপার সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, আবু আসালাত মোড়ল, এম এ কালাম, মিজানুর রহমান, শহিদ্দুজামান, জাপা নেতা আছা মল্লিক, মোঃ কালাচাঁদ, গফফর মোড়ল, যুবনেতা প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, দৌলতপুর থানা যুব সংহতির আহ্বায়ক রেজা মহাসীন, সদস্য সচিব বেল্লাল হোসেন, কৃষক পার্টির মহানগর সভাপতি সাহাবুদ্দিন, যুবনেতা অপূর্ব দত্ত নেকু, এজাজ আহমেদ, কাজী আব্দুল্লাহ, গাজী খোকন, মিণ্টু হাওলাদার, গাজী মোশাররফ, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ প্রমুখ।
অপরদিকে নবনির্বাচিত সদস্য সচিব এম আব্দুল্লাহ আল মামুন বুধবার বেলা ২টায় মহানগর জাতীয় পার্টির প্রয়াত আহ্বায়ক এ্যাড. এস এম মঞ্জুর উল আলম-এর বয়রাস্থ পারিবারিক গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑজাপা নেতা আকরুমুজ্জামান খান, আঃ রাজ্জাক হাওলাদার, মরহুমের পুত্র এস এম পরাগ, জাপা নেতা কালাচাঁদ, গফফার মোড়ল, রাসেল হোসেন, এম এ কালাম, হারুন, আলমগীর, শহিদ হাওলাদার, ইউসুফ শেখ, যুব নেতা প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, মাজহার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, গাজী খোকন, কাজী আব্দুল্লাহ, মাসুদ হাসান, জাহিদ, জাকির, গাজী মোশারেফ, মিণ্টু হাওলাদার প্রমুখ।