UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগর সিপিবি’র উদ্যোগে মহান মে দিবস পালিত

ঊষার আলো
মে ১, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (১ মে) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা নীরজ রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, টিইউসি নেতা কামরুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা সভার শুরুতে শ্রমিক অধিকার আদায়ের লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকের শ্রম ঘণ্টা নির্ধারণ করা, মজুরী বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা মহান মে দিবসের মূল তাৎপর্য। শিল্প বিপ্লবের শুরুতে মালিকশ্রেণীর শ্রমিকদের উপর শোষণের প্রতিবাদ করতে যেয়েই জীবন ও রক্তের বিনিময়ে মহান মে দিবসের উৎপত্তি হয়, যা পরবর্তীতে সারা দুনিয়ার মার্কসবাদী সমাজতন্ত্রীদের দ্বিতীয় আন্তর্জাতিকে প্রস্তাবনার মাধ্যমে গৃহীত হয়। পরবর্তীতে জাতিসংঘ এ দিবসটিকে শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে স্বীকৃতি দেয়। সাম্রাজ্যবাদীদের চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজালে শ্রমিকরা মে দিবসের মূল তাৎপর্যই জানে না। মালিক-শ্রমিক ঐক্যের নয়া স্লোগান তুলে বুর্জোয়ারা শ্রমিক স্বার্থ খর্ব করার পায়তারায় লিপ্ত। প্রকৃত অর্থে শ্রমিক স্বার্থ রক্ষা করতে হলে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলার এবং এ ব্যাপারে শ্রমিকদের সচেতন করা ছাড়া কোনো বিকল্প নেই।

(ঊষার আলো-এমএনএস)