UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মেডিকেল কলেজের ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজের ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। যা গতকাল থেকে কার্যকর করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ ছাত্র ছাত্রী (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ সমূহ তদন্তের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে ১০-৯-২৪ তারিখ একাডেমিক কাউন্সিলের সভায়  দোষীদের শাস্তি  কার্যকরের সিদ্ধান্ত সম্মতিক্রমে গৃহীত হয়।

যে সকল শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে তারা হলেন
এএম কোরাইশ ই হুদা ( কে- ২৭), দুই বছরের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার। বাপ্পি কুমার দে (কে -২৮) এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার। সেলিম বিন আমিন স্বপ্ন (কে- ৩২) শিক্ষা কার্যক্রম স্থগিত এবং হোস্টেল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার। শোভন বিশ্বাস (কে-২৯)ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার। আশপাক হোসেন আনান (কে- ২৯) জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার। শরফুদ্দিন চিশতী( কে -৩০)ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং হোস্টেল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার। রওফুন আলম তূর্য (কে -৩০)ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত ও ছয় মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার। শেখ জিসান আহমেদ জিম (কে -৩১) পাঁচ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং হোস্টেল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার। সন্দীপ মহন্ত (কে -২৯) শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার।

নির্যাস নট্ট (কে- ৩২) চার মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং হোস্টেল থেকে চার মাসের জন্য বহিষ্কার। অঞ্জন কুন্ডু (কে -৩২) দুই মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং হোস্টেল থেকে দুই মাসের জন্য বহিষ্কার। একই সাজা প্রাপ্ত অন্যান্যরা হলেন মোহাম্মদ মাহফিজুর রহমান (কে-৩১), মোহাম্মদ রবায়েত হোসেন রিফাত( কে -৩১) এবং তানভীরুল ইসলাম (কে -৩১)। নাসিম সরকার (কে -৩০) এক মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত হোস্টেল থেকে এক মাসের জন্য বহিষ্কার।

এছাড়াও আরো কয়েকজন শিক্ষার্থীকে সতর্কীকরণ ও মুচলেকা গ্রহণ করে ছাড় দেওয়া হয়।