গ্রেটার খুলনা এসোসিয়েশন অফ কানাডা আইএনসি এর পক্ষ থেকে পরিচালক রুহুল চৌধুরি লিবু ১ লাখ ৭৪ হাজার টাকার অনুদানের চেক খুলনা শিশু হাসপাতালে হস্তান্তর করেন । বৃহস্পবিার দুপুর ২টায় হাসপাতালের তত্ত্ববাধায়ক (চলতি দায়িত্ব) ডা: অনুপ কুমার দে এর নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিরানী চৌধুরী, খুরশীদা চৌধুরী, মোল্লা খায়রুল ইসলাম, আইএমও ডা: আরিফুল কামাল, ডা: শারমিন চৌধুরী কেয়া, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডালিয়া সুলতানা।
ঊআ-বিএস