UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গণসংযোগে বাধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

গনসংযোগে বাধা প্রদানের অভিযোগে খুলনা ৪ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দিনের সংবাদ সম্মেলন

খুলনা ৪ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন খান  মিনার প্রতিকের পক্ষে গনসংযোগ করা কালে তার কর্মি, সমর্থক ও প্রচার গাড়িতে হামলা করা হয়েছে এমন অভিযোগে  বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন খুলনা ৪ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন ২১শে ডিসেম্বর আমি ডি সি মহোদয় ও নির্বাচন কমিশন মহোদয়ের সঙ্গে মিটিং শেষে আমার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে নগর ঘাট ( রেলিগেট ফেরিঘাট) পার হবার সময়ে আমার গাড়ি প্রায় আনুমানিক এক ঘন্টা আটকে রাখা হয় ,আমি তাদেরকে প্রশ্ন করলে তারা জানান, যে, এমপি মহোদয় আসছেন বিধায় ফেরি ছাড়তে তারা বিলম্ব করে , আমি এসময় প্রতিবাদ করি।

তিনি বলেন নির্বাচন কমিশন মহোদয় বলেছেন সকলের সমান অধিকার প্রতিটা প্রার্থীর নির্বাচনক্ষেত্রে আমাদের কাছ থেকে সমান অধিকার পাবে এক্ষেত্রে কাউকে কোন প্রকারের অগ্রাধিকার দেওয়া হবে না , অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে অঙ্গীকারবদ্ধ করা, যেখানে খুলনা ডিসি মহোদয় সাতক্ষীরা ডিসি মহোদয় এবং বাগেরহাট ডিসি মহোদয় সহ সরকারি সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং অঙ্গীকারবদ্ধ হন যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের নিরাপত্তা দিতে বাধ্য থাকিব,কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর রাজনৈতিক হয়রানি করা হচ্ছে আমি প্রতিবাদ করি যে বর্তমান কোন এমপি নাই,পূর্বের এমপি সালাম মুর্শিদি কে তারা উল্লেখ করে এমপি সাহেব না আসলে আমরা ফেরি ছাড়তে পারবো না, আমি প্রতিবাদ করার কারণে আমার উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

আমরা আতঙ্কগ্রস্ত আমরা আশঙ্কা করছি, যে কোন সময় তার লেলিয়ে দেওয়া বাহিনী আমার উপর ও আমার কর্মীবাহিনীর উপর হামলা করতে পারে ,এ কারণে মাননীয় প্রধান নির্বাচন কমিশন মহোদয়ের কাছে বিষয়টি বিবেচনায় আনার জন্য তিনি আবেদন জানান।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন আমার নির্বাচনী এলাকা একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ বিধায় আমাকে নির্বাচনের কাজে গভীর রাত পর্যন্ত থাকতে হয়, একইদিন দিঘলিয়া ঘোষগাতী কলেজের সামনে নৌকা প্রতীকের মিছিল থেকে আমার গাড়িতে চড় থাপ্পড় মারা হয় এবং আমাদেরকে আতঙ্কগ্রস্ত করা হয়, আমরা সেটা নিরবে সহ্য করেছি । তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট দৃষ্টি আকর্ষণ করেন এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান নির্বাচনের কাজে সকল প্রার্থীকে সম্মান অধিকার দেওয়া হোক এবং হয়রানি বন্ধ করা হোক কোন ধরনের নেতাকর্মীর উপর হামলার শিকার যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হোক।

সংবাদ সম্মেলন ইসলামী ঐক্যজোটের খুলনা মহানগর, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-কেআ