UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গুসি শান্তি পুরস্কার পাওয়ায় শিক্ষামন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন

pial
নভেম্বর ২৭, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জনসেবা ও কূটনীতি ক্ষেত্রে এশিয়ার নোবেল প্রাইজখ্যাত ফিলিপাইনের মর্যাদাপূর্ণ গুসি শান্তি পুরস্কার পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষামন্ত্রীর এ অর্জন তাঁর প্রজ্ঞা, দক্ষতা, নিষ্ঠা ও সশ্লিষ্ট ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই প্রাপ্তি আমাদের জন্য অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব শান্তি ও অগ্রগতিতে যারা অবদান রাখেন এমন ব্যক্তি এবং সংস্থাকে গুসি শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়।

(ঊষার আলো-এফএসপি)