UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ৭ জনের

pial
মে ১৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় বাস-প্রাইভেটকার ও মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছে। তবে এই ঘটনায় কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি। শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজারে এ ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার এবং একটি মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরো অনেকে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এসএইস)