ঊষার আলো ডেক্স : গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রনয়ণে জেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) জেলা প্রশাসনের আয়োজন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আর বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী ও শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।
(ঊষার আলো-এসএইস)