UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ থেকে ফিরে পূরণ করতে হল কাস্টমসের ফরম

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমেরিকা, ইংল্যান্ড কিংবা থাইল্যান্ড না, তিনি সত্যিই ফিরেছেন চাঁদ থেকে। কোথায় পৃথিবীতে ফেরার পর ফুল, মালা বা অভ্যর্থনায় ভরিয়ে দেওয়া হবে, তা না বিমানবন্দরে কাস্টমসের ফরম পূরণ করে আর পাঁচজন যাত্রীর মতোই বেরোতে হয় এডুইন অলড্রিকেও।

নিল আর্মস্ট্রংয়ের পরেই চাঁদে পা রাখেন এডুইন অলড্রিন। মহাকাশযান অ্যাপোলো ১১-এর মডিউল ঈগলে করে চাঁদে গিয়েছিলেন মোট তিনজন মহাকাশচারী। প্রথম পা রেখেছিলেন নিল, এরপর এডুইন।

অলড্রিন চাঁদ থেকে ফেরার পরের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়েই টুইটারে লিখেছেন, একবার ভাবুন তো আমরা ৮ দিন মহাকাশে কাটিয়েছি। আর প্রায় ২২ ঘণ্টা আমরা ছিলাম চাঁদে। পৃথিবীতে মানে বাড়িতে ফিরেছিলাম শুধু বিমানবন্দরের কাস্টমস পেরিয়ে যেতে হবে বলে তাই। এর সাথেই কাস্টমসের ফরমটিও শেয়ার করেছেন তিনি। আর সেখানে দেখা যাচ্ছে, কোথা থেকে এসেছেন, সেই স্থানে লেখা রয়েছে ‘চাঁদ’। সাথে স্পষ্ট তারিখটিও, ২৪ জুলাই ১৯৬৯।

এই ফরমে তিনজনের নামই রয়েছে— অলড্রিন ও আর্মস্ট্রং চাঁদে নামলেও মাইকেল কলিন যানেই।

(ঊষার আলো-এফএসপি)