UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান সিটি মেয়র

ঊষার আলো
জানুয়ারি ২০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনসাধারণের স্বাস্থ্যসেবাসহ খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শিশু হাসপাতাল, খুলনা ডেন্টাল কলেজ, ক্যান্সার হাসপাতাল নির্মাণে বরাদ্দ প্রদানসহ খুলনা মহানগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। খুলনা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ইতিহাসে এত বিপুল অর্থ কখনো বরাদ্দ আসেনি।

সিটি মেয়র শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ১৯তম জেলা মেডিকেল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে সিটি মেয়রসহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

দেশের স্বাস্থ্যসেবার আধুনিকায়নে এ সংগঠনের অবদান তুলে ধরে সিটি মেয়র আরো বলেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি জনগণের মৌলিক অধিকার। জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

বিপিএমপিএ সভাপতি ডা. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আলোকিত অতিথির বক্তৃতা করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান ভূঁইয়া।

প্রধান বক্তার বক্তৃতা করেন স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: জামালউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও জেলা সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ। স্বাগত বক্তৃতা করেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. বঙ্গ কমল বসু।