ঊষার আলো ডেস্ক : চুকনগরের চাকুন্দিয়া বায়তুল আমান জামে মসজিদের গ্রীল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ মসজিদের মালামাল চুরি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে উপজেলার চাকুন্দিয়া বায়তুল আমান জামে মসজিদের জানালার গ্রীল কেটে ৩টি সিলিং ফ্যান, সৌর বিদ্যুতের বড় ব্যাটারী, মসজিদের বাক্সে রাখা নগদ প্রায় ৫হাজার টাকা, ইলেকট্রনিক ঘড়ি ও দান বাক্সের টাকাসহ আনুমানিক ৩০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
(ঊষার আলো-এমএনএস)