UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

usharalodesk
মে ৮, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহনাজ আলী নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ আলী খাঁ (৩৬) কার্পাসডাঙ্গা এলাকার আরামডাঙ্গা গ্রামের আরজুল্লাহ খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্পাসডাঙ্গা বাজারে মতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের পানি দিচ্ছিলেন শাহনাজ আলী খাঁ। এ সময় ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে শাহনাজ আলী খাঁর হাত ঠেকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান বলেন, শাহানাজ আমার দোকানের কর্মচারী ছিল। দোতলায় টিন শেডে সিমেন্টের উপরে পানি দিতে গেলে সে বিদ্যুতের তারে হাত দেয়। এতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার আধিকারিক (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-এমএনএস)