ঊষার আলো ডেস্ক : বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন-এমপি।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করতে ২৮ ডিসেম্বর বুধবার দলীয় কার্যালয়ে বিকেল ৫টায় প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কমরেড খলিলুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড আঃ সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রনেতা শুভঙ্কর সানা, জহির শেখ প্রমুখ।