UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ জমা দিয়েছেন তারা। তিনি বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনো তা প্রকাশ করেনি। আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে।

তিনি আরও বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসির ক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি। একইসঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ইসি ব্যত্যয় ঘটালে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ মাধ্যমে আইনানুগভাবে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া যাবে- সেই বিধান আনা দরকার।

ইসি ইতোমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে বলে জানান সাইফুল হক। তিনি বলেন, আমরা জানতে পেরেছি- ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছেন। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ-আলোচনা করে অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।

ঊষার আলো-এসএ