UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন বিষয়ে আঞ্চলিক সংলাপ 

koushikkln
ডিসেম্বর ৯, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অ্যাওসেড, সিপিআরডি  যৌথ  উদ্যোগে Diakonia এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় আজ ৯ ডিসেম্বর ২০২১ তারিখ বেলা ১০.৩০ টায়  হোটেল সিটি ইন খুলনায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অভিযোজনের প্রয়োজনীয়তা শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সংলাপে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন- জনপ্রতিনিধি, কৃষিবিদ, শিক্ষক, ছাত্র, এনজিও কর্মী, সাংবাদিক, ভূক্তভোগী জনগণ এবং সমাজকর্মী উপস্থিত ছিলেন। অ্যাওসেড‘র নির্বাহী পরিচালক শামীম আরফীন আঞ্চলিক সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন।  অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিপিআরডি এর প্রধান নির্বাহী মো: শামসুদ্দোহা ।

 আঞ্চলিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্ব্য রাখেন অব: অধ্যাক্ষ আনারুল কাদির, অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু , খুলনা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো: হাফিজুর রহমান, খুলনা মৎস অধিদপ্তরের উপপরিচালক মো: আবু সাইদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: এমদাদুল হক, কুয়েট ইউআরপির প্রধান প্রফেসর ড. মোস্তফা সারওয়ার, অধ্যক্ষ কৃষিবীদ মো: ফেরদৌস, সাতক্ষীরা জলবায়ু ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, স্যেসাল এ্যকটিভিস্ট অধ্যক্ষ রাজীব বাছাড়, খুলনা পানি অথিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি,দাকোপের পলিটিক্যাল এ্যকটিভিস্ট জয়ন্তি রানী সরদার, রূপান্তরের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ,মাছরাঙ্গা টেলিভিশনের অঅবু হেনা মোস্তফা জামান পপলু, কালের কণ্ঠ খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী প্রমুখ।

কর্মশালায় জাতীয় অভিযোজন পরিকল্পনা ( National Adaptation Plan- NAP) প্রনয়ণ প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক এবং তৃণমূলের চাহিদা যাতে জাতীয় অভিযোজন পরিকল্পনায় প্রতিফলিত হয় সে উদ্দেশ্যে জনপ্রতিনিধি, কৃষিবিদ, শিক্ষক, ছাত্র, এনজিও কর্মী, ভূক্তভোগী জনগণ এবং সমাজকর্মীর  দলীয় কাজের মাধ্যমে তাদের মতামত গ্রহণ করা হয়। এই প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, পানি, নারী, স্বাস্থ্য সেক্টরে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে ও এর সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা  সুপারিশমালা লিপিবদ্ধ করা হয়।