UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাকারবার্গের তথ্যও হ্যাক

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতিকালে হ্যাকাররা বিশ্বে প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে বলে খবর বেরিয়েছে।

যার মধ্যে শুধু বাংলাদেশিই রয়েছেন ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন। যুক্তরাষ্ট্রের আছেন প্রায়৥ ৩ কোটি ২০ লাখ ব্যবহারকারী। সেই ৩ কোটি মানুষের মধ্যে আছেন খোদ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজেই।

তার ব্যক্তিগত ফোন নম্বরটি এক ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত এমন তথ্য ফাঁস করা হয়েছে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে।

বেহাত হওয়া ডাটাগুলো পর্যালোচনা করে জানা যায়, এসব তথ্যের মধ্যে রয়েছে ফেসবুকের আইডি নম্বর, ই-মেইল অ্যাড্রেস, প্রফাইলে দেওয়া নাম, ব্যবহারকারী পুরুষ না নারী, বসবাসের ঠিকানা এবং পেশাসহ বেশ কিছু তথ্যও।

(ঊষার আলো-এফএসপি)