তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন বাংলার অসহায় নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নের। এদেশের নির্যাতিত নিপীড়িত উন্নয়ন বঞ্চিত মানুষের মৌলিক চাহিদা, অধিকার আদায়, ভাগ্য উন্নয়নের সংগ্রামে বঙ্গবন্ধু অসংখ্য বার গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে প্রায় (১৪ বছর)কারা ভোগ করেছেন। পরিশেষে ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু সপরিবারে শাহাদত বরণ করলেও তার রেখে যাওয়া স্বপ্ন, আদর্শ ও চেতনা মরেনি, হাজারো দেশপ্রেমিকের মাঝে তিনি বেঁচে রয়েছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসিকতা দক্ষ নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে,মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল,মেট্রো রেল প্রকল্প সহ সারা দেশের প্রায় ১৫ টি মেগা প্রকল্পের কাজ চলমান।
তেরখাদা উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতির জনকের (৪৭ তম)শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন। এসময় সভায় উপস্থিত সকলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরেস্মরণ করেন এবং আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এর আগে চিত্রা মহিলা কলেজ পরিদর্শন, উপজেলার জয়সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন সহ বিকাল তিনটার সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত (রেইন ওয়াটার হার্ভেস্টিং )বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ ও তেরখাদা বাজার সংলগ্ন ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো: হুসাইন আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সহ সকল প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, এলজিইডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান,থানা পরিদর্শক তদন্ত দেবাশীষ দাস, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, মোঃ মোতালেব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, এমপি কো- অডিনেটর যুবলীগ নেতা নোমান ওসমানী রীচি, শামসুল আলম বাবু,জেড এম আতিকুর রহমান,অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রজিত সরকার, শেখ রাজা মিয়া, মোল্লা জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বোরহানউদ্দিন ও শেখ তবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ,এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স, আরিফুজ্জামান অরুণ, মোঃ আব্বাস মোল্লা,এস এম নাজমুল ইসলাম, মোঃ ইলিয়াচুর রহমান,জিল্লুর রহমান নান্নু, শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, নয়ন লস্কর, মেহেদী হাসান আকিব সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী।