UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের আমীরের সাক্ষাৎ

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২২, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মান্যবর মিস. গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস. হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কেও তারা জানতে চান।

এরপর জামায়াতের আমীর সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।