UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

koushikkln
মে ২৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খুলনা নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ।

শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ খুলনার সভাপতি অতিরিক্ত কর কমিশনার গণেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুধির বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিবৃন্দ। কবির গান, ছড়া, কবিতা, সাহিত্য ও নানা সৃষ্টি নিয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠানে। এছাড়াও আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।