UsharAlo logo
শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঊষার আলো
জানুয়ারি ১, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উদযাপনে জাতীয় পার্টি এবং এর সংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বেলা ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মালটিপারপাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারা দেশের সব জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে অনুরূপ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ