তথ্যবিবরণী : জাতীয় পরিবেশ পদক-২০২২ প্রদানের জন্য খুলনা বিভাগীয় বাছাই কমিটির সভা সোমবার (১৮ এপ্রিল) জুম প্লাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাছাই কমিটির আহবায়ক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
সভায় পরিবেশ পদকের জন্য দাখিলকৃত আবেদনগুলো যাচাই-বাছাই করা হয় ও ব্যক্তি পর্যায়ে তিনজন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে একটি প্রতিষ্ঠানের নাম সুপারিশের সিদ্ধান্ত হয়।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিভাগ সুন্দরবন সংলগ্ন এলাকা। সুতরাং এই এলাকার মানুষকে আরও পরিবেশ সচেতন হতে হবে ও পরিবেশ সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই এলাকায় গড়ে উঠা শিল্প কারখানাগুলোকেও পরিবেশবান্ধব হতে হবে।
সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ কমিটির অন্যান্য সদস্যগণ সংযুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।
(ঊষার আলো-এফএসপি)