প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে সোমবার বিকেলে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশিষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন জেলা ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, জেলা ইউনিটের কর্মকর্তা জহিরুল ইসলামসহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।
(ঊষার আলো-এফএসপি)