বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে গণঅধিকার পরিষদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আমরা আলোচনা করেছি। একইসঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি জারি রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
অপরদিকে বৈঠকে গণঅধিকার পরিষদের ৫ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আব্দুস জাহের ও হাবিবুর রহমান রিজু।
ঊষার আলো-এসএ