UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে গণঅধিকার পরিষদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আমরা আলোচনা করেছি। একইসঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি জারি রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম।

অপরদিকে বৈঠকে গণঅধিকার পরিষদের ৫ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আব্দুস জাহের ও হাবিবুর রহমান রিজু।

ঊষার আলো-এসএ