ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল -বাংলাদেশ জাসদ, খুলনা জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা বিএমএ অডিটরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক আব্দুর রউফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ নুরুল আম্মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী সাজু। ছাত্রলীগ (বিসিএল) সাবেক সহ-সভাপতি ও জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য এফ এম ইকবাল, ন্যাপ খুলনা সাধারণ সম্পাদক তপন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম খোকন, মির হুমায়ুন কবির হিমু, জগন্নাথ কর, কাজল দাস, তাপস ভট্টাচার্য, খায়রুজ্জামান, খালিশপুর থানা জাসদ সভাপতি আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, খানজাহান থানা সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল মোল্লা, জাতীয় যুব জোট খুলনা মহানগর আহ্বায়ক মোঃ সাঈদ হোসেন মিঠুন, যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী, ছাত্রলীগ (বিসিএল) নগর সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সুজন শেখ, নারীনেত্রী নাহিদা খাতুন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, ১৪ দলীয় জোট আমাদের অতীত। এ জোটের নেতৃত্বে আমরা অনেককিছু গৌরবময় কাজ করেছি। নতুনভাবে আমাদের ভবিষ্যৎ রচনা করতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-লুণ্ঠন, বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর করতে আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে সে প্রশ্নে সরকারের নির্বিকার ভূমিকা মেনে নেয়া যায় না। বন্ধ মিল-কারখানার শ্রমিকদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান এবং মিলকলখানা চালু করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলন শেষে কাউন্সিলে আব্দুর রউফ গাজীকে সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি এবং রফিকুল হক খোকনকে সভাপতি ও মোঃ হাসানকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হয়।