UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুট স্পিনার্স মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মতবিনিময়

koushikkln
এপ্রিল ২, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি শিল্প এলাকার বন্দকৃত জুটস্পিনার্স মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক মতবিনিময় সভা শনিবার (০২ এপ্রিল) সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়।

জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাব উদ্দিন, লিয়াকত মুন্সি , সেকেন্দার আলী, কেসমত আলী, আলাউদ্দিন, আনছার, শাহ মনিরুল ইসলাম, হোসেন আলী , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ এর দাবিতে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রোববার ৩ এপ্রিল সকাল ১১ টায় খুলনার রুপসাস্থ বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।