তেরখাদা প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় আগামী (১৭ অক্টোবর) খুলনা জেলা পরিষদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ মোটরসাইকেল প্রতীক,এস এম মোর্তজা রশিদী দারা (চশমা) ও ডাক্তার শেখ বাহারুল আলম (আনারস) প্রতীক।
বঙ্গবন্ধুর ভাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপি এর সার্বিক নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,তেরখাদা উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নির্বাচিত সকল পর্যায়ের জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা,দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
এ সময় উপস্থিত সকল জনপ্রতিনিধিগণ আগামী (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য যে দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপির সার্বিক দিক-নির্দেশনা সহযোগিতায় নির্বাচনে সকল পর্যায়ে ভোটারদের মাঝে নতুন করে উৎসাহ উদ্দীপনা ও প্রাণসঞ্চার হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন,সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তি বর্গ।