ফুলবাড়ীগেট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এবং ফুলবাড়ীগেট এম.কে ল্যাব. এন্ড কনসাল্টেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।
আজ ১৮ আগস্ট বৃহস্পতিবর কুয়েট রোডস্থ ফুলবাড়ীগেট এম.কে ল্যাব. এন্ড কনসাল্টেশন সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। নন্দনপ্রতাপ হাই স্কুলের প্রধান শিক্ষক ভরত বরের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শিশির বরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফেরদাউসুর রহমান, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আবির মজুমদার, কুমারেশ মন্ডল, স্বপন বাবু, আলহেরা মাদ্রাসার সহকারী অধ্যক্ষ রেজাউল কবির, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, তরুণ সমাজসেবক মো. ফয়সাল হোসেন, মো. ফরহাদ হোসেন, আজিম হোসেন মিথূন, হেলাল বাবু, আ. রব সিমূল, জাহিদ। দুই দিনব্যাপী ফি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আল-আমিনূর ইসলাম(মাফি)।
(ঊষার আলো-এফএসপি)