ঊষার আলো ডেস্ক : ৫০ বছর ধরে টাইপরাইটারে শিল্পকর্ম তৈরী করে চলেছেন এ সি গুরুমূর্তি। টাইপরাইটার দিয়ে সাধারণত লেখালেখির কাজ করা হলেও গুরুমূর্তি তৈরি করে থাকেন পোট্রেট।
সারা বিশ্বজুড়ে বিখ্যাত অনেক ব্যক্তিদের পোট্রেট তিনি তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে রাজনীতিবিদ, দার্শনিক, খেলোয়াড়, অভিনেতা ও সমাজ সংস্কারকের পোট্রেটও। এছাড়া তিনি ঐতিহাসিক স্থাপনারও পোট্রেট তৈরি করেন।
আর গুরুমূর্তির তৈরি এসব পোট্রেট পেন্সিল স্কেচের মতোই ভারি সুন্দর দেখায়, কখনো বরং পেন্সিল স্কেচের চেয়েও সুন্দর।
তবে টাইপরাইটারে এভাবে ছবি আঁকা অবশ্যই সহজ কোনো কর্ম নয়। কারণ সোজাসুজি লেখার জন্যই টাইপরাইটার তৈরি করা হয়। অথচ গুরুমূর্তি এর মাধ্যমেই বিভিন্ন প্যাটার্ন, শেড এবং আকৃতির পোট্রেট তৈরি করে চলেছেন। তার আশা যে, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবে তার শিল্পকর্ম।
(ঊষার আলো-এফএসপি)