UsharAlo logo
রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

টিভিতে চাকুরি দেয়ার কথা বলে দেড় লক্ষাধীক টাকা হাতিয়েছে প্রতারক চক্র

usharalodesk
মার্চ ১৩, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা নগরীতে নিউজ ছাব্বিশ টিভিতে চাকুরি দেয়ার কথা বলে প্রতারক চক্র দেড় লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছে। নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিমল কৃষ্ণ রায় বাদী হয়ে দু’জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন। যার সিআর নং-৯৪/২১। আসামীরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের বাসিন্দা মৃতঃ চাদ মোল্লার ছেলে মোঃ উজ্জল মোল্লা (৩৫) ও তার সহযোগি মনির (২৫)। আগামী ৫ এপ্রিল অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত সিআইডিকে আদেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা স্বীকার করেন বাদীর আইনজীবী এড. মোঃ মনিরুজ্জামান মনির। অভিযোগের বরাদ দিয়ে তিনি বলেন, বাদী বিমল কৃষ্ণ রায় একজন অবসরপ্রাপ্ত অডিটর। তার স্ত্রী উষা রাণী অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার। তারা নগরীর সোনাডাঙ্গা থানাধীন ৩১, সৈয়দ আলী হোসেন রোডের বাসিন্দা। বিমল রায়ের সাথে আসামীদের গত ১ ফেব্রুয়ারী’২০ খুমেক হাসপাতালের সামনের সড়কে ফুটপাতের একটি চায়ের দোকানে পরিচয় হয়। প্রধান আসামী নিজেকে নিউজ ছাব্বিশ টিভির চেয়ারম্যান পরিচয় দিয়ে ভিজিং কার্ড দেন। এ সময় বাদীকে আসামীরা বলেন, তাদের অফিস সোনাডাঙ্গা আবাসিক দ্বিতীয় ফেজ রোড নং-৩, বাড়ি নং-৩১৭ ঠিকানায় তাদের টিভি চ্যানেলের খুলনা অফিস। সে পরিচয়ের সূত্র ধরে বাদীকে টিভি চ্যানেলের বড় পদে এবং তার স্ত্রীকে সম্মানজনক পদে চাকুরি দেয়ার প্রলোভন দেখায়। সে মতে, বাদী ও তার স্ত্রী অফিস পরিদর্শনে আসলে সুসজ্জিত অফিসে ল্যাপটব, ক্যামেরা, কম্পিউটার, দারোয়ান সব কিছুই দেখতে পান। সে মতে তারা আসামীদের বিশ্বাস করেন। ওই বিশ্বাসের জায়গা থেকে বাদী আসামীদের চার দফায় এক লাখ ৫৮ হাজার টাকা দেন। প্রথম দফায় গত ১৭/২/২০ তারিখে আট হাজার টাকা গ্রহণ করেন। এভাবে চার দফায় বাদীর কাছ থেকে কৌশলে আসামীরা ওই টাকা হাতিয়ে নেন। ১২/৩/২০ তারিখে বাদী আসামীর অফিসে গিয়ে দেখেন অফিস গেটে তালা ঝুলছে। আর উপরে লেখা টু লেট। এ সময় তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আসামীদের না পেয়ে প্রতারিত ব্যক্তি মহানগর হাকিমের আমলী আদালতে ‘সোনাডাঙ্গা’ অভিযোগ দাখিল করেন। শুনানী শেষে আদালতে বিচারক তরিকুল ইসলাম অভিযোগটি তদন্ত শেষে সিআইডিকে আগামী ৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

 

(ঊষার আলো-আরএম)