UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির পণ্য পাবেন ১০ লাখ পোশাক শ্রমিক

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরে আরও ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার, ২৭ নভেম্বর, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ১০ লাখ গার্মেন্টস শ্রমিকের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য টিসিবি পরিকল্পনা গ্রহণ করবে। এসব পরিবারে চিনি, ভোজ্য তেল ও মসুর ডাল বিক্রি করা হবে, যার জন্য মাসিক সম্ভাব্য ব্যয় হবে ৩১ কোটি ৩৬ লাখ টাকা। প্রতি মাসে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন চাল সরবরাহের প্রয়োজন হবে।

 

এছাড়া, টিসিবির এই বিক্রয় কার্যক্রম ঢাকার আশপাশের শিল্প এলাকা যেমন টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন গার্মেন্টস এলাকার শ্রমিকদের জন্য হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ১ কোটি পরিবারের জন্য নির্ধারিত টিসিবি পণ্যের বিক্রি কার্যক্রমের মধ্যে গার্মেন্টস শ্রমিকরাও অন্তর্ভুক্ত হবেন। এটি একটি আংশিক উদ্যোগ, এবং ভবিষ্যতে অন্যান্য শ্রমিক শ্রেণীকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের জন্য আরও পরিকল্পনা হতে পারে।

 

ঊষার আলো-এইচআর