UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টুইটারে যুক্ত হতে যাচ্ছে ভার্চুয়াল টিপ জার

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টুইটারকে আরও জনপ্রিয় করতে ব্যবহারকারীদের জন্য টুইটার নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসছে কর্তৃপক্ষ। এবার কিছুদিনের মধ্যেই টুইটারে যুক্ত হতে যাচ্ছে ভার্চুয়াল ‘টিপ জার’ (Tip Jar) সিস্টেম। এটি টুইটার ব্যবহারকারীদের একাংশ নিজের প্রোফাইলের সাথে যুক্ত করতে পারবেন।

এই টিপ জার ব্যবহার করলে টুইটারে বাড়বে একে অপরকে অর্থনৈতিকভাবে আয়ের সুযোগ করে দেওয়া। অর্থাৎ, কোনও ব্যক্তি যদি অপর কোনও ব্যক্তিকে টুইটারে কেবলমাত্র লাইক, শেয়ার কিংবা রিট্যুইট ছাড়াও অন্য কোনওভাবে সমর্থন করতে চান তার জন্য এই টিপ জার ব্যবহার করতে হবে তাকে।

মূলত যে কোনও রকম সামাজিক কিংবা অন্যান্য উদ্যোগকে অর্থনৈতিকভাবে সমর্থনের জন্যেই এই টিপ জার তৈরি করা হয়েছে। প্রথম প্রথম টিপ জারের ব্যবহার কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তিবর্গের অথবা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। এর এক গোষ্ঠীর মধ্যে থাকছেন সাংবাদিক, ক্রিয়েটর ও নন-প্রফিট সংস্থাসহ বিশেষজ্ঞরা।

(ঊষার আলো-এফএসপি)