UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল মিলস্ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

koushikkln
জুন ১৩, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলে এসএসসি ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খুলনা খ. রুহুল আমীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন খুলনা থানা শিক্ষা অফিসার আন্দুল মমিন, বিদ্যালয়ের বিদ্যুৎ সাহী সদস্য ও ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, মসিউর রহমান সুমন, সাংবাদিক অভিজিৎ পাল, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, অভিভাবক সদস্য মোল্লা আকবর উদ্দিন বাবু, হেমায়েতুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, বদরুজ্জামান, দিলরুবা খানম, খুলনা টেক্সটাইল মিল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এস এম মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক পলি সরকার, অভিভাবক মানু মিত্র। এবছর বিদ্যালয় থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসাপ্ত আত্মজীবনী বই, ফুল, টি শার্ট ও স্কেল দিয়ে বিদায় জানানো হয়।