UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

koushikkln
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি জিয়াউর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্ত মৌলুদা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এলজিইডি অফিসের আলতাপ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ।

সভায় অবৈধ ইট-ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা, চায়ের দোকানে কেরাম খেলা বন্ধ, লাইসেন্স বিহীন বীজ-সার বিক্রয় বন্ধ, চুরি ও সার পাচার প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।