মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আজ মঙ্গলবার প্রতি ডলার ৮৪ দশমিক ১২ রুপিতে লেনদেন হচ্ছে, যা সোমবার ছিল ৮৪ দশমিক ১১ রুপি। দিনের এক পর্যায়ে এই হার ৮৪ দশমিক ১৩ রুপিতে উঠেছিল।
ভারতীয় মুদ্রার এ ধারাবাহিক পতন নিয়ে দেশটির নীতিনির্ধারক ও অর্থ বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের অর্থ প্রত্যাহারই রুপির এই দরপতনের মূল কারণ হিসেবে তাঁরা মনে করছেন। পাশাপাশি মুদ্রাবাজারে অস্থিরতা অব্যাহত থাকায় রুপির মান আরও কমার সম্ভাবনা রয়েছে বলে তাঁদের আশঙ্কা।
ভারতের দৈনিক সংবাদপত্র ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হওয়া অনিশ্চয়তার প্রভাবও রুপির বিনিময় হারে পড়ছে।
গত মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির মান ৮৪–এর ওপরে ওঠে, যা ১১ অক্টোবর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। চলতি বছরের ১২ সেপ্টেম্বর এই হার ছিল ৮৩ দশমিক ৯৯ রুপি। শেয়ারবাজারে পতনের পর থেকে রুপির মান আবারও কমতে শুরু করে এবং এখনো এই ধারা অব্যাহত আছে।