UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার: দত্ত জুয়েলার্স

ঊষার আলো রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

২৮ অক্টোবর খুলনায় ঘটে যাওয়া দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় একজন আটক।

মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কালীবাড়ী বাজার ‘‘দত্ত জুয়েলার্সে” (২৮/১০/২৪) দুপুরে সংঘটিত ডাকাতির ঘটনায় নাজিমউদ্দিন ওরফে খোকন (৪৫) কে আটক করা হয়েছে।

এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, গহনা রাখা ট্রে-১৫ টি, স্বর্ণের কানের দুল-০২ টি, আংটি-০৫ টি, নাকফুল-০১ টি, চাপাতি-০১ টি এবং নগদ ৪,২৪৫ টাকা জব্দ করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো জানা যায়, তার পিতা-আঃ মালেক, তিনি ভোলা সদরের ভবানীপুরের বাসিন্দা। দৌলতপুর থানা পুলিশ ফুলতলা পুথিয়াবান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

নাজিমউদ্দিন ওরফে খোকন একজন চিহ্নিত কুখ্যাত ডাকাত।

তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।