UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিজেল ও চাল আমদানিতে কর কমালো এনবিআর

koushikkln
আগস্ট ২৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ডিজেল ও চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । এরমধ্যে ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার ও পাশাপাশি ডিজেল আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ হ্রাসকৃত শুল্কহারে ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।

একই সঙ্গে চালের আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রলের দাম ছিল ৮৬ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন, কৃষি ও শিল্পসহ সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়েছে জনজীবনেও।

অন্যদিকে নতুন আদেশ অনুযায়ী, চাল আমদানিতে এখন রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৫ শতাংশ ও অগ্রিম কর ৫ শতাংশসহ মোট ১৫.২৫ শতাংশ শুল্ককর দিতে হবে। আর এই আদেশ আটোমেটেড চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে আমদানির আগে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার অনুমোদন নিতে হবে।