UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিম, মাংস ও দুধের ন্যায্যমূল্যের দাবিতে খামারীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

koushikkln
সেপ্টেম্বর ১, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডিম, মাংস ও দুধের উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় ন্যায্যমূল্যের দাবিতে  ১ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বেলা ১২টায় বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ মৌন মিছিল ও  প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সংগঠনের সভাপতি আলহাজ্ব মওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সুুুুুুুুুুসম্পন্ন হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সহ-সভাপতি এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এস এম হাফিজুর রহমান লিপু, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম। এছাড়াও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল জেলার বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, শরণখোলা, চিতলমারী, মোংলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা, পাইকগাছা, কয়রা, সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, কলারোয়া, শ্যামনগর, দেবহাটা, আশাশুনি, মুন্সিগঞ্জ, নড়াইল সদর, কালীয়া, নড়াগাতী উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারী-ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে ডাঃ জাহদ হাসান, হাফেজ মোঃ সাইফুল্লাহ, মোঃ আব্দুল হালিম, মোঃ আবু বক্কর টিপু, সাহাজান মাস্টার, হুমায়ুন কবির জুয়েল, মোঃ রফিকুল ইসলাম, বিশ্বজিৎ তরফদার, খোকন সরদার, চিন্ময় রায়, দেবাশিষ বিশ্বাস, পুলক রায়, মোঃ রবিউল ইসলাম, অভিজিৎ পাল, সজীব হাসান জসিম ফরাজী, সুশান্ত মÐল, আসলাম বিশ্বাস, মোশাররফ সরদার, মোঃ ছলেমান খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করণে পশুখাদ্য, ওষুধ ও উপকরণের মূল্য কমাতে হবে। ভোক্তা অধিকারসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে পোল্ট্রি খামারীদের ন্যায্যমূল্য প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই সকল খামার একযোগে বন্ধ হবে। তখন দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর একচেটিয়া মুনাফায় ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ জনগণ। কাঁচামাল তুল্য পুষ্টিকর ডিমের মূল্য কমবে বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু ভোক্তা অধিকারের মূল্য নির্ধারণীতে অযথা হয়রাণি বন্ধ করতে হবে। নতুবা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। খুলনা বিভাগের সকল জেলায় কৃষিজ ভিলেজ লাইভ স্টকের আদলে পাইকারী মুরগির ডিম, মাংস, পশুখাদ্য বাজারা স্থাপন ও জাতীয় মৎস্য সপ্তাহের মত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালনের দাবী করেন বক্তারা। সমাবেশ শেষে মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে নেতৃবৃন্দ উল্লিখিতি বিষয়ে মতবিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।