UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার নোয়াকাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

ঊষার আলো
মার্চ ১৮, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি এলাকায় বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লতিফা বেগম নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত লতিফা বেগম ডুমুরিয়া বাস স্ট্যান্ডে সাগর হোটেলের মালিক আঃ হালিম সরদারের স্ত্রী।
নিহতের স্বজনদের তথ্যমতে জানা যায়, আগামীকাল শুক্রবার ছেলে সাগরের বিয়ের বৌভাত। সাহস-নোয়াকাটি এলাকায় আত্মীয় বাড়ি নিমন্ত্রণ করে আজ সকালে মা ছেলে মোটরসাইকেল যোগে ডুমুরিয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলো । ফেরার পথে নোয়াকাটি বাজারের সামনে একটি ইটের ট্রলি মটর সাইকেলটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। সাগরের মা ট্রলির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। এ সময়ে ওই ট্রলি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা লাশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এ ঘটনার পর থেকে পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায় সড়ক দুর্ঘটনার নামে মৃত্যুর মিছিল চলছে ডুমুরিয়ায়, মহাসড়ক ছেলে এখন মফস্বলের ছোট ছোট রাস্তায় ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা, ঝরে যাচ্ছে অকালে তরতাজা প্রাণ কারণ হিসেবে উল্লেখ করেন, ছোট রাস্তা ভারী যানবাহন, অদক্ষ ড্রাইভার, লক্কর-ঝক্কর গাড়ি, নিয়ন্ত্রনহীন চলাচল, প্রশাসন নিরব।

ঊষার আলো-এমএনএস